উৎস:
ইসলাহী নেসাব: কসদুস সাবীল
হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত, মাওলানা আশরাফ আলী থানভী (র:)

১. শিরকের কাছেও যেয়ো না।
২. সন্তান হওয়ার জন্য বা সন্তান জীবিত থাকার জন্য মন্ত্রতন্ত্র ও যাদু-টোনা করো না।
৩. শুভ-অশুভ লক্ষণ দেখিও না।
৪. ওলী-বুযুর্গদের নামে নযর-নিয়ায করো না।
৫. বুযুর্গদের নামে মান্নত করো না।
৬. শবে বরাত, মুহাররম, আরাফা ইত্যাদিতে হালুয়া-রুটি বা তাবাররুকের রুটি বানিও না।
৭. নিজের দেবর, ভাসুর, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ভগ্নিপতি, ননদ-জামাই, ধর্মভাই, ধর্মবাপ মোটকথা যাদের সাথে পর্দা করার বিধান শরীয়ত দিয়েছে-সে যদি পীরও হয় এবং নিকটাত্মীয়ও হয়-তাদের সাথে গুরুত্ব সহকারে পর্দা করবে।
৮. শরীয়ত বিরোধী পোশাক পরিধান করো না। অর্থাৎ, যার মধ্যে পেট, পিঠ, বাহু ইত্যাদি খোলা থাকে বা এমন পাতলা কাপড়, যার মধ্যে দেহের রং বা মাথার চুল ফুটে উঠে। লম্বা হাতাওয়ালা, দীর্ঘ, মোটা কাপড়ের জামা বানাও। এমন মোটা কাপড়েরই ওড়না বানাও। মাথার কাপড় যেন সরে না যায়, সে ব্যাপারে সাবধান থাকো। তবে ঘরে শুধু মহিলা মানুষ থাকলে বা নিজের মা-বাপ, আপন ভাই ইত্যাদি ছাড়া অন্য কেউ না থাকলে তখন মাথার কাপড় সরে গেলে সমস্যা নেই।
৯. কাউকে উঁকি দিয়ে দেখো না।
১০. বিবাহ-শাদী, বরযাত্রা, গায়ে হলুদ ইত্যাদি অনুষ্ঠানে ও দাওয়াতে নিজেও যাবে না এবং নিজেদের এখানেও কাউকে আনবে না।
১১. সুখ্যাতির জন্য কোন কাজ করো না।
১২. অভিশাপ দেওয়া, খোঁটা দেওয়া এবং গীবত করা থেকে নিজের মুখকে হেফাযত করো।
১৩. পাঁচ ওয়াক্ত নামায আওয়াল ওয়াক্তে পড়ো। ধীরস্থিরভাবে মন লাগিয়ে নামায পড়ো। রুকু-সিজদা ভালোভাবে আদায় করো। ঋতুস্রাব থেকে পবিত্র হলে এক ওয়াক্ত নামাযও যেন বাদ না যায়, সেদিকে খুব সতর্কভাবে লক্ষ্য রাখো।
১৪. তোমার নিকট সোনা-রুপার অলংকার বা সোনা-রুপার কাজ করা জিনিস থাকলে হিসাব করে যাকাত দাও।
১৫. বেহেশতী যেওর নামক কিতাবটি নিজে পড়ো বা কারো দ্বারা পড়িয়ে শোনো এবং সে অনুপাতে আমল করো।
১৬. স্বামীর কথা মেনে চলো।
১৭. স্বামীর সম্পদ তার অলক্ষ্যে ব্যয় করো না।
১৮. কখনোই গান শুনো না।
১৯. কুরআন পড়া শিখে থাকলে প্রতিদিন কুরআন তিলাওয়াত করো।
২০. কোন কিতাব পড়ার জন্য বা দেখার জন্য কিনতে হলে আগে কোন আলেমকে দেখিয়ে নাও, তিনি যদি কিতাবটি নির্ভরযোগ্য ও বিশুদ্ধ বলেন, তাহলে খরিদ করো, নইলে করো না।
২১. যেখানে বিভিন্ন প্রথার মিষ্টান্ন বিতরণ হয়, সেখানে যেয়ো না এবং বিতরণের কাজে অংশও নিও না।