আকীদা-বিশ্বাস
উৎস: ইসলাহী নেসাব: তা’লীমুদ্দীন হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত, মাওলানা আশরাফ আলী থানভী (র:) আকীদা-১. বিশ্বজগত পূর্বে অস্তিত্বহীন ছিলো। আল্লাহ তাআলার সৃষ্টি করার মাধ্যমে তা অস্তিত্বলাভ করে। আকীদা-২. আল্লাহ এক। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি। তিনি কারো থেকে জন্ম নেননি। কেউ তার প্রতিদ্বন্দ্বী বা সমকক্ষ নেই। আকীদা-৩. তিনি সর্বদা আছেন এবং সর্বদা থাকবেন। […]