সৎলোকের সংসর্গ লাভ করা
উৎস: ইসলাহী নেসাব: হায়াতুল মুসলিমীন হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত, মাওলানা আশরাফ আলী থানভী (র:) সৎলোকদের নিকট বসবে। তাঁদের থেকে ভালো কথা শুনবে। সৎ চরিত্রাবলী শিক্ষা করবে। যে সমস্ত সৎলোক অতীত হয়েছেন, তাঁদের জীবনী ও ভালো ভালো ঘটনাবলী সংক্রান্ত পুস্তকসমূহ নিজে পড়ে বা কারো দ্বারা পড়িয়ে তাঁদের অবস্থা জানবে। কারণ, এটিও তাঁদের নিকট বসে তাঁদের থেকে […]