উৎস:
ইসলাহী নেসাব: কসদুস সাবীল
হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত, মাওলানা আশরাফ আলী থানভী (র:)

১. উপরোক্ত নসীহতগুলো দেখে সে অনুপাতে আমল করো।
২. সব বিষয়ে রাসূ্লুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মোতাবেক চলার প্রতি গুরুত্বারোপ করো, এতে অন্তরে অনেক নূর পয়দা হয়।
৩. কেউ তোমার মতের পরিপন্থী কোন কাজ করলে ধৈর্য ধারণ করো। তাড়াতাড়ি কিছু বলা-কওয়া করতে যেয়ো না। বিশেষ করে রাগের অবস্থায় খুব সামলিয়ে চলো।
৪. কখনোই নিজেকে কামেল মনে করো না।
৫. কোন কথা বলার আগে চিন্তা করে দেখো, যদি তার মধ্যে কোন খারাপ দিক না থাকে বরং দ্বীন বা দুনিয়ার জরুরত বা ফায়দা থাকার ব্যাপারে নিশ্চিত হও, তখন মুখ দিয়ে সে কথা বলো।
৬. কোন খারাপ লোকেরও দোষচর্চা করো না বা শুনো না।
৭. শরীয়তের পরিপূর্ণ অনুসারী কোন কোন দরবেশ ব্যক্তির উপর দরবেশীর কোন হালত প্রবল হওয়ার ফলে যদি এমন কোন কথা বলে, যা তোমার মতে শরীয়তবিরোধী-তাকে তুমি তিরস্কার করো না।
৮. নিম্নশ্রেণীর কোন মুসলমানকেও তুচ্ছ জ্ঞান করো না।
৯. ধনসম্পদের লোভ-লালসা করো না।
১০.তাবীয-কবজের কাজে লিপ্ত হয়ো না। কারণ, এর ফলে সব সময় সাধারণ মানুষ ঘিরে রাখে।
১১. যত বেশী সম্ভব যিকিরকারীদের সঙ্গে অবস্থান করো। এর ফলে দিলে নূর, সাহস ও আগ্রহ বৃদ্ধি পায়।
১২. দুনিয়ার ঝামেলা বেশী বাড়াইও না। অপ্রয়োজনে ও অনর্থক মানুষের সাথে বেশী মিশো না। আর প্রয়োজনে কখনো মিশলে তাদের সঙ্গে সদাচরণ করবে। কাজ হয়ে গেলে তাদের নিকট থেকে পৃথক হয়ে যাবে। বিশেষ করে পরিচিত লোকদের থেকে খুব দূরে থাকবে। হয় আল্লাহওয়ালাদের সুহবত তালাশ করো, না হয় এমন সাধারণ লোকদের সাথে মেশো, যাদের সাথে জানাশোনা নেই। কারণ, এ ধরনের লোকের সাথে মিশলে ক্ষতি কম হয়।
১৩. তোমার অন্তরে কোন ‘কাইফিয়্যাত’ বা বিশেষ অবস্থা পয়দা হলে বা কোন আশ্চর্য ইলম উদয় হলে নিজের পীরকে অবগত করো।
১৪. পীরের নিকট বিশেষ কোন ‘শোগলের’ দরখাস্ত করো না।
১৫. যিকির করার ফলে অন্তরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তা নিজের পীরকে ছাড়া অন্য কাউকে বলো না।
১৬. তাসাওউফের কিতাব দেখার আগ্রহ হলে প্রথমে ‘তা’লীমুদ্দীন’ (পঞ্চম হিসসা) এবং ‘কালীদে মসনবী’ দেখো। তবে শর্ত হলো, তোমার ‘মা’কুলী’ এবং ’মানকুলী’ ইলম খুব ভালো করে জানা থাকতে হবে।
১৭. কথা ঘুরায়ো (পেচাবে) না। বরং ভুল বুঝতে পারলে সাথে সাথে ভুল স্বীকার করে নাও।
১৮. সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখো। তার কাছেই তোমার সব অভাবের কথা বলো। দ্বীনের উপর কায়েম থাকার জন্য তার নিকট দরখাস্ত করো।