উৎস:
ইসলাহী নেসাব: সাফাইয়ে মুয়ামালাত
হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত, মাওলানা আশরাফ আলী থানভী (র:)

এতদ্বিষয়ক অধিকাংশ মাসআলা সুদের আলোচনায় উল্লেখিত হয়েছে। এখানে আরো কিছু মাসআলা লেখা হচ্ছে।

মাসআলাঃ অনেক মানুষ টাকা দিয়ে এভাবে ভাংতি নেয় যে, কিছু পরিমাণ নগদে নেয়, আর কিছু নেয় বাকিতে-এটা জায়েয নয়। একইভাবে কিছু টাকার সদাই নিয়ে বাকি ভাংতি টাকা অন্য সময় নেয়-এটাও জায়েয নয়।

মাসআলাঃ রুপার তৈরী লেস, সুতার কাজ এবং রুপার তৈরী সিলমোহর রুপার হুকুমেই, তাই টাকার বিনিময়ে এগুলো ক্রয় করা হলে বাকিতে নেওয়াও জায়েয নেই এবং কমবেশি ওজনে নেওয়াও জায়েয নেই। যদি বাজার মূল্যের কমবেশির কারণে পরিমাণে কমবেশি নিতে হয় তাহলে যেদিকে পরিমাণ কম, সেদিকে কিছু পয়সা যুক্ত করে নিবে। যেমনটি পূর্বে আলোচনা করা হয়েছে।

ওকালাতি বা প্রতিনিধিত্বের বর্ণনা

মাসআলাঃ যায়েদ আমরকে নির্দিষ্ট একটি জিনিস ক্রয় করতে বললো এবং আমর এ ওকালাতি বা প্রতিনিধিত্ব গ্রহণ করলো-তাহলে এখন আর নির্দিষ্ট ঐ জিনিস আমরের নিজের জন্যে ক্রয় করা জায়েয নেই। তবে সে যদি যায়েদকে জানিয়ে দেয় যে, আমি তোমার উকিল হবো না, তুমি আমার ভরসায় থেকো না, তারপর সে ঐ জিনিস নিজের জন্যে ক্রয় করে তাহলে এটা জায়েয আছে।