নেশাকর বস্তুর বর্ননা

উৎস:
ইসলাহী নেসাব: সাফাইয়ে মুয়ামালাত
হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত, মাওলানা আশরাফ আলী থানভী (র:)
মাসআলাঃ মদ ও তাড়ির মতো তরল প্রবাহমান নেশাকর বস্ত্ত, যা বেশি পরিমাণে পান করলে মাদকতার সৃষ্টি হয় তার এক ফোঁটাও হারাম। এতো অল্প পরিমাণ পান করলে মাদকতা সৃষ্টি না হলেও তা হারাম। একইভাবে পান করার জন্যে বা প্রলেপ দেওয়ার জন্যে ঔষধের মধ্যে এগুলো ব্যবহার করাও নিষেধ। নেশাকর বস্ত্ত তার আসল রুপে থাকুক বা কোনভাবে তার রুপ পরিবর্তিত করা হোক সর্বাবস্থায় তা নিষিদ্ধ। এ থেকে ইংরেজদের তৈরী ঔষধের অবস্থা জানা গেলো, যেগুলোর মধ্যে বেশির ভাগ এ জাতীয় বস্ত্ত দেওয়া হয়।
মাসআলাঃ যে বস্ত্ত নেশাকর কিন্তু তরল নয়, বরং জমাট-যেমন, তামাক, জায়ফল, আফিম ইত্যাদি-এর হুকুম হলো, এর যে পরিমাণ পান করলে সাথে সাথে নেশা হয় বা মারাত্মক ক্ষতি হয়, তা হারাম। আর যে পরিমাণ পান করলে নেশা হয় না বা কোন ক্ষতি হয় না, তা জায়েয। এমন বস্ত মলম ইত্যাদিতে ব্যবহার করলেও সমস্যা নেই।
Leave a Reply