উৎস:
ইসলাহী নেসাব: সাফাইয়ে মুয়ামালাত
হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত, মাওলানা আশরাফ আলী থানভী (র:)

হালাল খাদ্যের বৈশিষ্ট্য

হালাল খাদ্য ভক্ষণের বরকতে নিম্নবর্ণিত গুণাবলী অর্জিত হয়-
• নূর তথা আলো।
• কামাল তথা পূর্ণতা।
• ইলম তথা জ্ঞান।
• হিকমত তথা প্রজ্ঞা।
• ইশক তথা প্রেম।
• ভালো চিন্তা।
• সাহস।
• ইবাদতে মনোযোগ।

হারাম খাদ্যের কুপ্রভাব

হারাম খাদ্য ভক্ষণর ফলে নিম্নের কু প্রভাবসমূহ সৃষ্টি হয়-
• দ্বীন থেকে দূরে চলে যায়।
• মারেফাতের নূর হরণ করা হয়।
• কুপ্রবৃত্তি প্রবল হয়।
• ইবাদতে অলসতা সৃষ্টি হয়।
• দ্বীনদারী নষ্ট হয়।

হারাম থেকে বাঁচার উপায়

• অল্পে তুষ্টি।
• পোশাক-আশাক ও পানাহারে সরলতা ও সংক্ষিপ্ততা।
• আড়ম্বরতা ও প্রদর্শনী পরিহার করা।

বিধায় উল্লেখিত প্রভাব ও বৈশিষ্ট্যসমূহ লক্ষ্য করে উপরোক্ত উপায়ে আত্মসংশোধন করা সবার জন্যে একান্ত জরুরী।